প্রকাশিত: Wed, Dec 6, 2023 12:19 PM
আপডেট: Wed, Jul 2, 2025 9:35 AM

[১]নির্বাচন কমিশন ও সরকারের আশ্বাসে নির্বাচনে যাচ্ছি: মুজিবুল হক চুন্নু

মনিরুল ইসলাম: [২] তবে গত ৫ বছর স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর ছিল না। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নির্বাচনের মাঠে গিয়ে বুঝা যাবে নির্বাচনী  পরিবেশ কেমন। এভাবেই বললেন জাতীয় পার্টির  মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি । 

[৩] মঙ্গলবার বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

[৪] তিনি বলেন, আমরা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলাম নির্বাচনে যাবো কি না। নির্বাচন কমিশন বলেছে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য তারা ব্যবস্থা নেবেন। এরপর মনোনয়ন ফরম  বিতরণ করা হয়েছে। আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা এবার একক ভাবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ব।

 [৫] তিনি বলেন, নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটের হিসাবে দেখা যায় ভোটে আওয়ামী লীগের ভোটের চেয়ে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি। আওয়ামীলীগের পক্ষের ভোট চেয়ে বিপক্ষের ভোট বেশি।  ভোটাররা যাদি নির্বাচনে ভোট দিতে আসেন ।  ভোট প্রয়োগ করতে পারেন আমরা  এন্টি আওয়ামী লীগের ভোট বেশি পাবো।  যেহেতু নির্বাচনে বিএনপি নেই। বিএনপি তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। কেন তারা ভোটে নাই তা সবাই জানে। তারা তাদের টেকনিকে চলে।  জাতীয় পার্টি আমরা আমাদের কৌশলে চলি। আমি আশাবাদী নির্বাচনের পরিবেশ ভালো থাকলে, ভোটাররা নির্বিঘ্ন ভোট দিতে পারলে এন্টি আওয়ামী লীগ ভোটগুলো আমরা পাব। জাতীয় পার্টি ভালো করবে। সম্পাদনা : সমর চক্রবর্তী